ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৬১৬
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
দায়িত্বাধীন জণগণকে প্রবঞ্চনা করা বা তাদের কষ্ট দেওয়ার পাপ
(২৬১৬) মা’কিল ইবন ইয়াসার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো মানুষকে আল্লাহ কিছু মানুষের উপর অভিভাবকত্ব প্রদান করেন এবং সেই ব্যক্তি তার অভিভাবকত্বাধীন মানুষদেরকে প্রবঞ্চনা করে মৃত্যুবরণ করে তবে আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাত নিষিদ্ধ করবেন।
كتاب الإحسان
عن معقل بن يسار رضي الله عنه مرفوعا: ما من عبد يسترعيه الله رعية يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة.
তাহকীক:
হাদীস নং: ২৬১৭
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
দায়িত্বাধীন জণগণকে প্রবঞ্চনা করা বা তাদের কষ্ট দেওয়ার পাপ
(২৬১৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ, যদি কোনো ব্যক্তি আমার উম্মাতের কোনো দায়িত্ব গ্রহণ করে তাদের সাথে কষ্টদায়ক আচরণ করে তবে আপনি তাকে কষ্ট দিন। আর যদি কেউ আমার উম্মাতের কোনো দায়িত্ব গ্রহণ করে তাদের সাথে স্নেহময় দয়ার্দ্র আচরণ করে তবে আপনিও তার সাথে স্নেহময় দয়ার্দ্র আচরণ করুন।
كتاب الإحسان
عن عائشة رضي الله عنها مرفوعا: اللهم من ولي من أمر أمتي شيئا فشق عليهم فاشقق عليه ومن ولي من أمر أمتي شيئا فرفق بهم فارفق به.
তাহকীক: