ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৬০৩
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
অশ্লীল কটু কথা বলার নিন্দা
(২৬০৩) আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় মহান আল্লাহ কটুভাষী ও অশ্লীল কথাবার্তায় অভ্যস্ত ব্যক্তিকে ঘৃণা করেন।
كتاب الإحسان
عن أبي الدرداء رضي الله عنه مرفوعا: إن الله تعالى يبغض الفاحش البذيء.
হাদীস নং: ২৬০৪
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
অশ্লীল কটু কথা বলার নিন্দা
(২৬০৪) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিন গালিগালাজ করে না, অভিশাপ দেয় না, অশ্লীল কথাবার্তা বলে না এবং কটু কথা বলে না।
كتاب الإحسان
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: ليس المؤمن بالطعان ولا اللّعان ولا الفاحش ولا البذيء.
tahqiq

তাহকীক: