ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৫৭৭
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
নীরবতা ও ভালো কথা বলার মর্যাদা
(২৫৭৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হয় তবে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।
كتاب الإحسان
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫৭৮
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
নীরবতা ও ভালো কথা বলার মর্যাদা
(২৫৭৮) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নীরবতাই প্রজ্ঞা, আর কম মানুষই তা করে।
كتاب الإحسان
عن أنس رضي الله عنه مرفوعا: الصمت حكمة وقليل فاعله.
tahqiq

তাহকীক: