ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ২৫৬২
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
ভালো কর্মের পথনির্দেশক কর্ম পালনকারীর মতো এবং যার কাছে পরামর্শ চাওয়া হয় তাকে বিশ্বস্ত হতে হবে
(২৫৬২) আবু মাসউদ আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো ভালো কর্মের পথ-নির্দেশ করে তবে সেই ভালো কর্ম পালনকারীর সমপরিমাণ পুরস্কার সে লাভ করবে।
كتاب الإحسان
عن أبي مسعود رضي الله عنه مرفوعا: من دل على خير فله مثل أجر فاعله.
তাহকীক:
হাদীস নং: ২৫৬৩
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
ভালো কর্মের পথনির্দেশক কর্ম পালনকারীর মতো এবং যার কাছে পরামর্শ চাওয়া হয় তাকে বিশ্বস্ত হতে হবে
(২৫৬৩) আবু মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার কাছে পরামর্শ চাওয়া হল তাকে বিশ্বস্ততা রক্ষার দায়িত্ব প্রদান করা হল।
كتاب الإحسان
عن أبي مسعود رضي الله عنه مرفوعا: المستشار مؤتمن
তাহকীক:
হাদীস নং: ২৫৬৪
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
ভালো কর্মের পথনির্দেশক কর্ম পালনকারীর মতো এবং যার কাছে পরামর্শ চাওয়া হয় তাকে বিশ্বস্ত হতে হবে
(২৫৬৪) সামুরা ইবন জুনদুব রা. (অথবা আলী রা.**) থেকে (২৫৬৪) বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার কাছে পরামর্শ চাওয়া হল তাকে বিশ্বস্ততা রক্ষার দায়িত্ব দেওয়া হল । কাজেই যদি কারো কাছে পরামর্শ চাওয়া হয় তবে বিষয়টি তার নিজের হলে সে যা করত তা করতে যেন সে পরামর্শ দেয়।
كتاب الإحسان
عن سمرة (أو علي) رضي الله عنهما مرفوعا: المستشار مؤتمن فإذا استُشير فليشر بما هو صانع لنفسه.
তাহকীক: