ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৫৫৯
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
মুসলিমের সাথে সম্পর্ক ছিন্ন করা বা কথাবার্তা বন্ধ রাখার নিন্দা
(২৫৫৯) আবু আইউব আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো মুসলিমের জন্য বৈধ নয় যে, তিন দিনের বেশী তার ভাইকে পরিত্যাগ করবে এমনভাবে যে, তাদের উভয়ের সাক্ষাত হলে এ মুখ ফিরিয়ে নেয় এবং সেও মুখ ফিরিয়ে নেয় । উভয়ের মধ্যে যে প্রথম সালাম দিয়ে শুরু করবে সেই উত্তম।
كتاب الإحسان
عن أبي أيوب رضي الله عنه مرفوعا قال: لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث ليال يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسّلام.
তাহকীক: