ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৪৯
পুণ্য ও পাপ
(২৫৪৯) নাওয়াস ইবন সামআন রা. থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে পুণ্য ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, পুণ্য হল সদাচারণ বা সুন্দর ব্যবহার। আর পাপ হল যা তোমার মনের মধ্যে দ্বিধা-সন্দেহ সৃষ্টি করে এবং তোমার পছন্দ হয় না যে, মানুষ তা জানুক।
عن النواس بن سمعان رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم فقال: البر حسن الخلق والإثم ما حاك في نفسك (صدرك) وكرهت أن يطلع عليه الناس.

তাহকীক:
তাহকীক চলমান
