ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৫২৯
নির্ধারিত অংশের উত্তরাধিকারদের দিয়ে শুরু করা ও অবশিষ্ট অংশ আসাবা'কে দেওয়া
(২৫২৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উত্তরাধিকারের নির্ধারিত অংশসমূহ পাওনাদারদের প্রদান করো। এরপর যা অবশিষ্ট থাকবে তা নিকটতম পুরুষ ব্যক্তির।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: ألحقوا الفرائض بأهلها فما بقي فهو لأولى رجل ذكر.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৫৩০
নির্ধারিত অংশের উত্তরাধিকারদের দিয়ে শুরু করা ও অবশিষ্ট অংশ আসাবা'কে দেওয়া
(২৫৩০) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পুত্র বা পিতা যা লাভ বা অর্জন করবে তা তার আসাবা' বা পিতৃ-বংশের নিকটাত্মীয়গণ লাভ করবে, তারা যারাই হোক।
عن عمر رضي الله عنه مرفوعا: ما أحرز الولد أو الوالد فهو لعصبته من كان.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৫৩১
নির্ধারিত অংশের উত্তরাধিকারদের দিয়ে শুরু করা ও অবশিষ্ট অংশ আসাবা'কে দেওয়া
(২৫৩১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শিশু যদি জন্মগ্রহণের পরে ক্রন্দন করে তবে তাকে উত্তরাধিকার প্রদান করতে হবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا استهل المولود ورث.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান