ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৫১৮
ওসিয়্যত করতে উৎসাহ প্রদান
(২৫১৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো মুসলিমের যদি এমন কিছু থাকে যে বিষয়ে সে ওসিয়্যত করতে ইচ্ছুক, তবে তার জন্য ন্যায় হবে না যে, সে ওসিয়াতটি তার কাছে লিখিত না রেখে দুটি রাত যাপন করবে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: ما حق امرئ مسلم له شيء يريد أن يوصي فيه يبيت ليلتين إلا ووصيته مكتوبة عنده.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৫১৯
ওসিয়্যত করতে উৎসাহ প্রদান
(২৫১৯) তাবিয়ি তালহা ইবন মুসাররিফ বলেন, আমি আব্দুল্লাহ ইবন আবু আওফা রা.কে প্রশ্ন করি, রাসূলুল্লাহ (ﷺ) কি ওসিয়াত করেছিলেন? তিনি বলেন, না। তখন আমি বলি, তাহলে মানুষদেরকে ওসিয়্যত করার নির্দেশ দেওয়া হল কীভাবে? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর কিতাবের ওসিয়্যত করেছিলেন।
عن طلحة بن مصرف قال: سألت عبد الله بن أبي أوفى رضي الله عنهما هل كان النبي صلى الله عليه وسلم أوصى؟ فقال: لا فقلت: كيف كتب على الناس الوصية؟ قال: أوصى بكتاب الله.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান