ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৫১৫
বংশের মানুষেরা দিয়াত পরিশোধ করবেন
(২৫১৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুহাজির ও আনসারদের মধ্যে লিখে দেন যে, তারা তাদের বংশের মানুষদের দিয়াত পরিশোধ করবেন এবং তাদের বন্দিদেরকে মুক্ত করবেন, মুসলিমদের মধ্যে কল্যাণ ও সম্প্রীতি-সৌহার্দ্যের সাথে।
عن ابن عباس رضي الله عنه قال: كتب رسول الله صلى الله عليه وسلم كتابا بين المهاجرين والأنصار أن يعقلوا معاقلهم وأن يفدوا عاينهم بالمعروف والإصلاح بين المسلمين.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৫১৬
বংশের মানুষেরা দিয়াত পরিশোধ করবেন
(২৫১৬) তাবিয়ি শা’বি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরাইশ বংশের দিয়াত কুরাইশ বংশকে এবং আনসারদের দিয়াত আনসারদের প্রদানের দায়িত্ব প্রদান করেন।
عن الشعبي قال: جعل رسول الله صلى الله عليه وسلم عقل فريش على قريش وعقل الأنصار على الأنصار.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান