ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৫১৩
অপরাধ ও সাজার অধ্যায়
শপথের সংখ্যা কম হলে
(২৫১৩) তাবি’-তাবিয়ি আব্দুল আযীয ইবন উমার বলেন (তার পিতা খলীফা) উমার ইবন আব্দুল আযীযের পত্রে লেখা ছিল যে, রাসূলুল্লাহ (ﷺ) কাসামা বা গণ-শপথের ক্ষেত্রে ফয়সালা দিয়েছেন যে, অভিভাবকগণ শপথ করবে। যদি তাদের সংখ্যা ৫০ পর্যন্ত না পৌঁছায় তবে তাদের সংখ্যা যাই হোক তাদেরকে বারংবার শপথ করিয়ে ৫০ সংখ্যা পূর্ণ করতে হবে।
كتاب الجنايات
عن عبد العزيز بن عمر أن في كتاب عمر بن عبد العزيز أن النبي صلى الله عليه وسلم قضى في القسامة أن يحلف الأولياء فإن لم يكن عدد يبلغ الخمسين ردت الأيمان عليهم بالغا ما بلغوا.
তাহকীক: