ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫০৩
ক্রীতদাসের অপরাধ
(২৫০৩) আলী রা. বলেন, ক্রীতদাসের অপরাধের ক্ষতিপূরণ তার নিজের দাসত্বের মাধ্যমে হবে। তার মালিককে ইখতিয়ার দেওয়া হবে, সে ইচ্ছা করলে ক্ষতিপূরণ প্রদান করে ক্রীতদাসকে রেখে দেবে, অথবা দাসকে অপরাধের বিনিময়ে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করবে।
عن علي رضي الله عنه قال: ما جنى العبد ففي رقبته ويخير مولاه إن شاء فداه وإن شاء دفعة.

তাহকীক:
তাহকীক চলমান