ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৪৯২
যে দিয়াতের ক্ষেত্রে আত্মীয়দের দিয়াত প্রদানের দায়িত্ব থাকে না
(২৪৯২) ইবন আব্বাস রা. বলেন, ইচ্ছাকৃত হত্যার দিয়াত, উভয়পক্ষের সম্মতিতে সম্পাদিত সন্ধির কারণে প্রদেয় দিয়াত, স্বীকারোক্তির কারণে প্রদেয় দিয়াত ও ক্রীতদাসের অপরাধে প্রদেয় দিয়াত আত্মীয়গণ প্রদান করবে না।
عن ابن عباس رضي الله عنهما قال: لا تعقل العاقلة عمدا ولا صلحا ولا اعترافا ولا ما جنى المملوك.

তাহকীক:
তাহকীক চলমান