ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪৯২
অপরাধ ও সাজার অধ্যায়
পরিচ্ছেদঃ যে দিয়াতের ক্ষেত্রে আত্মীয়দের দিয়াত প্রদানের দায়িত্ব থাকে না
(২৪৯২) ইবন আব্বাস রা. বলেন, ইচ্ছাকৃত হত্যার দিয়াত, উভয়পক্ষের সম্মতিতে সম্পাদিত সন্ধির কারণে প্রদেয় দিয়াত, স্বীকারোক্তির কারণে প্রদেয় দিয়াত ও ক্রীতদাসের অপরাধে প্রদেয় দিয়াত আত্মীয়গণ প্রদান করবে না।
كتاب الجنايات
عن ابن عباس رضي الله عنهما قال: لا تعقل العاقلة عمدا ولا صلحا ولا اعترافا ولا ما جنى المملوك.