ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪৬৭
যুদ্ধের ময়দানে এক মুসলিম অন্য মুসলিমকে মুশরিক ভেবে হত্যা করলে
(২৪৬৭) আয়িশা রা. বলেন, উহুদ যুদ্ধের দিন ইবলীস চিৎকার করে বলে, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের পেছন দিক সামলাও। তখন মুসলিম বাহিনীর সম্মুখভাগের যোদ্ধারা পেছন ফিরে যুদ্ধ শুরু করেন, এমনকি তারা (পেছনের যোদ্ধাদের মধ্যে থেকে) হুযাইফা ইবনুল ইয়ামানের পিতা ইয়ামান রা.কে হত্যা করেন । হুযাইফা বলেন, আমার পিতা! আমার পিতা! তবুও তারা তাকে হত্যা করে ফেলেন। তখন হুযাইফা রা. বলেন, আল্লাহ আপনাদের ক্ষমা করুন।
عن عائشة رضي الله عنها قالت: صرخ إبليس يوم أحد في الناس: يا عباد الله أخراكم فرجعت أولاهم على أخراهم حتى قتلوا اليمان فقال حذيفة: أبي أبي فقتلوه فقال حذيفة: غفر الله لكم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৬৮
যুদ্ধের ময়দানে এক মুসলিম অন্য মুসলিমকে মুশরিক ভেবে হত্যা করলে
(২৪৬৮) মাহমুদ ইবন লাবীদ রা. এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা করেছেন । তার বর্ণনায় অতিরিক্ত রয়েছে: রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দিয়াত বা রক্তমূল্য প্রদানের সিদ্ধান্ত নেন। কিন্তু হুযাইফা রা. তা মুসলিমদের জন্য দান করে দেন। এতে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হুযাইফা রা.র মর্যাদা আরো বেড়ে যায়।
عن محمود بن لبيد رضي الله عنه طويلا وزاد فيه: ...فأراد رسول الله صلى الله عليه وسلم أن يديه فتصدق به حذيفة على المسلمين فزاده ذلك عند رسول الله صلى الله عليه وسلم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান