ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৯. বন্ধক রাখার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৪৫৩
বন্ধক বিনষ্ট হওয়া ও অন্যান্য বন্ধক বিষয়ক বিধানাবলি
(২৪৫৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বন্ধক আটককৃত হবে না। বন্ধকের লাভ ও উপকারিতা লাভ করবে তার মালিক এবং এর দায়ভার ও তার মালিকের।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يغلق الرهن لصاحبه غنمه وعليه غرمه.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৪৫৪
বন্ধক বিনষ্ট হওয়া ও অন্যান্য বন্ধক বিষয়ক বিধানাবলি
(২৪৫৪) তাবিয়ি আতা' ইবন আবী রাবাহ বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বন্ধকের মধ্যে যা আছে তা-সহ তা গৃহীত।
عن عطاء مرفوعا : الرهن بما فيه

তাহকীক:
তাহকীক চলমান