ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৭. হালাল-হারাম পানীয় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৪৩১
কী থেকে মদ তৈরী হয়
(২৪৩১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খেজুর ও আঙুর এই দুইবৃক্ষ থেকে মদ ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: الخمر من هاتين الشجرتين النخلة والعنبة.

তাহকীক:
তাহকীক চলমান