ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৬. অনাবাদী জমি আবাদ করা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৪২৫
কেউ যদি তার নিজ জমি অব্যবহৃত ফেলে রাখে
(২৪২৫) তাবিয়ি আমর ইবন শুআইব (মৃত্যু ১১৮ হি.) বলেন, উমার রা. বলেছেন, যদি কারো কোনো জমি থাকে এবং সে সেই জমিটি তিনবছর পতিত রেখে দেয়, তা আবাদ না করে, অতঃপর অন্য কেউ তা আবাদ করে, তবে আবাদকারীই এই জমির অধিকতর হকদার বলে গণ্য হবে।
عن عمرو بن شعيب عن عمر رضي الله عنه قال: من كانت له أرض فعطلها ثلاث سنين لا يعمرها فعمرها غيره فهو أحق بها.

তাহকীক:
তাহকীক চলমান