ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৪১৪
ছবি, প্রতিকৃতি বা প্রতিমূর্তি
(২৪১৪) আবু তালহা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ঘরের মধ্যে কুকুর রয়েছে বা ছবি রয়েছে সেই ঘরে ফিরিশতা প্রবেশ করেন না।
عن أبي طلحة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تصاوير

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৪১৫
ছবি, প্রতিকৃতি বা প্রতিমূর্তি
(২৪১৫)আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তার ঘরের মধ্যে এমন কোনো দ্রব্য রাখতে দিতেন না যাতে ক্রুশের প্রতিকৃতি রয়েছে- তিনি তা নষ্ট করতেন ।
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم لم يكن يترك في بيته شيئا فيه تصاليب إلا نقضه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৪১৬
ছবি, প্রতিকৃতি বা প্রতিমূর্তি
(২৪১৬)তাবিয়ি সায়ীদ ইবন আবুল হাসান বলেন, আমি ইবন আব্বাসের নিকট বসে ছিলাম। এমতাবস্থায় একব্যক্তি তার নিকট এসে বলেন, হে আবু আব্বাস, আমি এমন একজন মানুষ যে নিজের হাতের কর্ম করে নিজের জীবিকা উপার্জন করে। আমি এসব ছবি তৈরী করি। তখন ইবন আব্বাস রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে যা বলতে শুনেছি তা ছাড়া আর কিছুই বলব না । আমি তাঁকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ছবি তৈরী করবে আল্লাহ তাকে শাস্তি দিতে থাকবেন যতক্ষণ না সে সেই ছবির মধ্যে প্রাণ সঞ্চার না করবে, আর সে কখনোই তাতে প্রাণ সঞ্চার করতে পারবে না। একথায় ওই ব্যক্তি কঠিনভাবে ভীত-সন্ত্রস্ত হয়ে উঠলেন এবং তার মুখমণ্ডল হলদে হয়ে গেল । তখন ইবন আব্বাস রা. তাকে বললেন, আহা বেচারা! তুমি যদি অন্য কিছু না করতে পার তবে তুমি এ সকল প্রাণহীন গাছগাছালির ছবি তৈরী করবে।
عن سعيد بن أبي الحسن قال: كنت عند ابن عباس رضي الله عنهما إذ أتاه رجل فقال: يا أبا عباس إني إنسان إنما معيشتي من صنعة يدي وإني أصنع هذه التصاوير فقال ابن عباس: لا أحدثك إلا ما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سمعته يقول: من صور صورة فإن الله معذبه حتى ينفخ فيها الروح وليس بنافخ فيها أبدا فربا الرجل ربوة شديدة واصفر وجهه فقال: ويحك إن أبيت إلا أن تصنع فعليك بهذا الشجر كل شيء ليس فيه روح

তাহকীক:
তাহকীক চলমান