ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩৮৬
মূল্য নির্ধারণ
(২৩৮৬) আনাস ইবন মালিক রা. বলেন, মানুষেরা বললেন, হে আল্লাহর রাসূল, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, আপনি আমাদের জন্য দ্রব্যমূল্য নির্ধারণ করে দিন। তিনি বললেন, আল্লাহই মূল্য নির্ধারণ করেন, তিনিই সংকুচিত করেন, প্রশস্ত করেন এবং তিনিই রিয্ক প্রদান করেন। আমি চাই, আমি এমনভাবে আল্লাহর সাথে সাক্ষাত করব যে, জীবন ও সম্পদ কোনো বিষয়েই আমি কারো কোনো অধিকার নষ্ট করেছি বলে তোমাদের কেউ আমার নিকট দাবি করবে না।
عن أنس بن مالك رضي الله عنه قال: قال الناس يا رسول الله غلا السعر فسعر لنا فقال رسول الله صلى الله عليه وسلم: إن الله هو المسعر القابض الباسط الرازق وإني لأرجو أن ألقى الله وليس أحد منكم يطالبني بمظلمة في دم ولا مال.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান