ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩৫৫
তরবারি বা লাঠির হাতল বা মাথায় স্বর্ণ বা রৌপ্য ব্যবহার
(২৩৫৫) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর তরবারির হাতলের প্রান্ত রৌপ্য দিয়ে জড়ানো ছিল।
عن أنس رضي الله عنه قال: كانت قبيعة سيف رسول الله صلى الله عليه وسلم من فضة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩৫৬
তরবারি বা লাঠির হাতল বা মাথায় স্বর্ণ বা রৌপ্য ব্যবহার
(২৩৫৬) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর তরবারির খাপের নিম্নপ্রান্তের বাঁধন ছিল রৌপ্যের এবং তার হাতলের বাঁধন ছিল রৌপ্যের এবং উভয়ের মধ্যবর্তী স্থানে কয়েকটি রৌপ্য নির্মিত বৃত্ত ছিল।
عن أنس رضي الله عنه قال: كان نعل سيف رسول الله صلى الله عليه وسلم من فضة و قبيعة سيفه فضة وما بين ذلك حلق فضة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩৫৭
তরবারি বা লাঠির হাতল বা মাথায় স্বর্ণ বা রৌপ্য ব্যবহার
(২৩৫৭) মাযীদাহ রা. বলেন, মক্কা বিজয়ের দিনে যখন রাসূলুল্লাহ (ﷺ) প্রবেশ করলেন তখন তাঁর তরবারির উপরে স্বর্ণ ও রৌপ্য ছিল।
عن مزيدة رضي الله عنه قال: دخل رسول الله صلى الله عليه وسلم يوم الفتح وعلى سيفه ذهب وفضة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩৫৮
তরবারি বা লাঠির হাতল বা মাথায় স্বর্ণ বা রৌপ্য ব্যবহার
(২৩৫৮) তাবিয়ি উরওয়া বলেন, (তার পিতা) যুবাইর ইবনুল আওয়াম রা.র তরবারি রৌপ্য দ্বারা শোভিত ছিল।
عن عروة قال: كان سيف الزبير بن العوام محلى بفضة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩৫৯
তরবারি বা লাঠির হাতল বা মাথায় স্বর্ণ বা রৌপ্য ব্যবহার
(২৩৫৯) মারওয়ান ইবন নু'মান নামক একব্যক্তি বলেন, আমি দেখলাম যে, আনাস ইবন মালিক একটি লাঠিতে ভর দিয়ে রয়েছেন, লাঠিটির মাথায় রৌপ্যের আবরণ ছিল।
عن مروان بن النعمان قال: رأيت أنس بن مالك رضي الله عنه يتوكأ على عصا على رأسها ضبة فضة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান