ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৩৩৮
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
রেশম নিষিদ্ধ পুরুষদের জন্য এবং স্বর্ণ বা রৌপ্যের পাত্র ব্যবহার নিষিদ্ধ
(২৩৩৮) হুযাইফা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমরা রেশম (silk) পরিধান করবে না এবং রেশমের কিংখাব (silk brocade) পরিধান করবে না। আর তোমরা স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পান করবে না এবং স্বর্ণ বা রৌপ্যের থালায় খাদ্য গ্রহণ করবে না। এগুলো তাদের জন্য দুনিয়াতে এবং আমাদের জন্য আখিরাতে। (বুখারি ও মুসলিম । বুখারির অন্য বর্ণনায় হুযাইফা রা. বলেন, স্বর্ণ বা রৌপ্যের পাত্রে পানাহার করতে এবং রেশম ও রেশমি কিংখাব পরিধান করতে বা তা বিছিয়ে বসতে রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিষেধ করেছেন)।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن حذيفة رضي الله عنه قال: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لا تلبسوا الحرير ولا الديباج ولا تشربوا في آنية الذهب والفضة ولا تأكلوا في صحافها فإنها لهم في الدنيا ولنا في الآخرة.
তাহকীক: