ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩৩৫
পোশাক বিষয়ক কিছু বিধান
(২৩৩৫) আবু উসমান নাহদি বলেন, আমরা আজারবাইজানে থাকতে উতবাহ ইবন ফারকাদের সাথে আমাদের কাছে হযরত উমারের চিঠি আসল । তিনি লিখেছেন, ‘লক্ষ্য করুন! আপনারা ইযার (খোলা লুঙ্গি) পরবেন এবং রিদা (চাদর) পরবেন, স্যান্ডেল জাতীয় জুতা পরবেন। চামড়ার মোজা পরিত্যাগ করবেন, পাজামা কেটে ফেলবেন (অন্য বর্ণনায় পরিধান ছেড়ে দিবেন)। আপনারা অবশ্যই আপনাদের পিতা হযরত ইসমাঈলের পোশাক ব্যবহার করবেন। খবরদার! অনারবদের (পারসিক অগ্নি-উপাসকদের) পোশাক বা ফ্যাশন ব্যবহার করা ও বিলাসিতা থেকে দূরে থাকবেন । আর আপনারা সূর্যতাপ গ্রহণ করবেন; কারণ তা আরবদের স্নানাগার। আপনারা বিলাসিতাবিহীন সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করবেন, সুদৃঢ় ও সদা প্রস্তুত থাকবেন, তীর নিক্ষেপ করে লক্ষ্যভেদে অভ্যস্ত হবেন এবং ঘোড়ার পিঠে লাফিয়ে উঠবেন' ।
عن أبي عثمان قال: أتانا كتاب عمر ونحن بأذربيجان مع عتبة بن فرقد: أما بعد فاتزروا وارتدوا وانتعلوا وارموا بالخفاف واقطعوا السراويلات وعليكم بلباس أبيكم إسماعيل وإياكم والتنعم وزي العجم وعليكم بالشمس فإنّها حمام العرب واخشوشنوا (واخشوشبوا) واخلولقوا وارموا الأغراض وانزوا نزوا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান