ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩৩১
নবজাতকের নাম রাখা
(২৩৩১) আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে, কাজেই তোমরা তোমাদের নামগুলোকে সুন্দর করবে।
عن أبي الدرداء رضي الله عنه مرفوعا: إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩৩২
নবজাতকের নাম রাখা
(২৩৩২) আবু ওয়াব জুশামি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা নবীগণের নামে নাম রাখবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হল 'আব্দুল্লাহ' (আল্লাহর বান্দা) এবং 'আব্দুর রহমান' (করুণাময়ের বান্দা)। আর নামের মধ্যে সবচেয়ে সত্য নাম হল 'হারিস (চাষী বা কৃষক) এবং 'হাম্মাম' (চিন্তিত বা ব্যতিব্যস্ত)। আর সবচেয়ে খারাপ নাম হল 'হারব' (যুদ্ধ) ও 'মুররা' (তিক্ত)।
عن أبي وهب الجشمي رضي الله عنه مرفوعا: تسموا بأسماء الأنبياء وأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن وأصدقها حارث وهمام وأقبحها حرب ومرة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩৩৩
নবজাতকের নাম রাখা
(২৩৩৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আসিয়া (অবাধ্যা) নামের এক মেয়ের নাম পাল্টে দেন। তিনি বলেন, তুমি জামীলা (সুন্দরী)।
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم غير اسم عاصية وقال: أنت جميلة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান