ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৩২০
কুরবানী ও আকীকা অধ্যায়
কুরবানীর গোশত ভক্ষণ করা ও সঞ্চয় করা
(২৩২০) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিনদিনের পরে কুরবানীর গোশত ভক্ষণ করতে নিষেধ করেন। পরে তিনি বলেন, তোমরা খাও, পাথেয় করে সাথে রাখো এবং সঞ্চিত রাখো।
كتاب الأضحية
عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه نهى عن أكل لحوم الضحايا بعد ثلاث ثم قال بعد: كلوا وتزودوا وادخروا.
তাহকীক: