ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৯৯
আহার শেষ হলে কী বলবে
(২২৯৯) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন তাঁর খাদ্যগ্রহণ শেষ করতেন- একবার তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) এর খাদ্যের পাত্রসমূহ উঠিয়ে নেওয়া হত- তখন তিনি বলতেন, 'প্রশংসা আল্লাহর, যিনি একাই আমাদের সবকিছু প্রদান করেছেন এবং পরিতৃপ্ত করেছেন তার নিআমত প্রত্যাখ্যাত নয় এবং অস্বীকৃতও নয়'। একবার তিনি বলেন, (তিনি এ সময় বলতেন) ‘প্রশংসা আমাদের পালনকর্তা আল্লাহর, তাঁর নিআমত প্রত্যাখ্যাত নয়, পরিত্যক্ত নয় এবং তা থেকে অমুখাপেক্ষী হওয়ার ক্ষমতাও আমাদের নেই । তিনি আমাদের পালনকর্তা'।
عن أبي أمامة رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم كان إذا فرغ من طعامه- وقال مرة: إذا رفع مائدته- قال: الحمد لله الذي كفانا وأروانا غير مكفي ولا مكفور وقال مرة: الحمد لله ربنا غير مكفي ولا مودع ولا مستغنى ربنا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান