ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২৮৯
দাঁড়িয়ে পানাহার করা
(২২৮৯) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দাঁড়িয়ে এবং বসে পান করতে দেখেছি।
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يشرب قائما وقاعدا

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২২৯০
দাঁড়িয়ে পানাহার করা
(২২৯০) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। তখন (আনাসকে) বলা হল, তাহলে আহারের বিধান কী? তিনি বললেন, আহার আরো কঠিন।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى أن يشرب الرجل قائما فقيل: الأكل؟ قال: ذاك أشد.

তাহকীক:
তাহকীক চলমান
