ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২৭৩
হায়েনা, নেকড়ে, শৃগাল, খেকশিয়াল ভক্ষণের নিষেধাজ্ঞা
(২২৭৩) তাবিয়ি আব্দুল্লাহ ইবন ইয়াযীদ আস-সা'দি বলেন, আমি (প্রসিদ্ধ তাবিয়ি) সায়ীদ ইবন মুসাইয়িবকে প্রশ্ন করে বললাম, আমার জাতির অনেক মানুষ হায়েনা (hyena) ভক্ষণ করে। তিনি বললেন, হায়েনা খাওয়া হালাল নয় । তখন তার নিকট সাদা দাড়ি ও সাদা চুল এক বৃদ্ধ বসে ছিলেন। তিনি বললেন, হে আব্দুল্লাহ, এ বিষয়ে আমি আবু দারদা রা. থেকে যা শুনেছি তা কি তোমাকে বলব? আমি বললাম, হ্যাঁ, বলুন। তিনি বললেন, আমি আবু দারদা রা.কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) হিংস্র জন্তু দ্বারা আক্রমণ করে কেটে নেওয়া অঙ্গ, লুট করে নেওয়া দ্রব্য, বেঁধে রেখে তীর নিক্ষেপ করে মেরে ফেলা জন্তু এবং সকল শ্বদন্ত ব্যবহারকারী শিকারি জন্তু ভক্ষণ করতে নিষেধ করেছেন।
عن عبد الله بن يزيد السعدي قال: سألت سعيد بن المسيب أن ناسا من قومي يأكلون الضبع فقال: إن أكلها لا يحل وكان عنده شيخ أبيض الرأس واللحية فقال الشيخ: يا عبد الله ألا أخبرك بما سمعت أبا الدرداء يقول فيه؟ قلت: نعم قال: سمعت أبا الدرداء يقول: نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل كل ذي خطفة ونهبة ومجثمة وكل ذي ناب من السباع

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২২৭৪
হায়েনা, নেকড়ে, শৃগাল, খেকশিয়াল ভক্ষণের নিষেধাজ্ঞা
(২২৭৪) খুযাইমা ইবন জায্ রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে হায়েনা ভক্ষণ করার বিষয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন, কেউ কি হায়েনা ভক্ষণ করে? আমি তাকে নেকড়ে (jackal/ wolf) সম্পর্কেও জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, কোনো ভালো মানুষ কি নেকড়ে ভক্ষণ করে?
عن خزيمة بن جزء رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم عن أكل الضبع فقال: أو يأكل الضبع أحد؟ وسألته عن الذئب في التغلب؟ فقال: أو يأكل الذئب أحد فيه خير؟ (وفي رواية ابن ماجه: ما تقول في الثعلب ؟ قال ومن يأكل الثعلب؟

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২২৭৫
হায়েনা, নেকড়ে, শৃগাল, খেকশিয়াল ভক্ষণের নিষেধাজ্ঞা
(২২৭৫) তাবিয়ি ইবন আবু আম্মার বলেন, আমি জাবির রা.কে বললাম, হায়েনা কি শিকার? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আমি কি হায়েনা ভক্ষণ করব? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, এ কথা কি রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন? তিনি বললেন, হ্যাঁ।
عن ابن أبي عمار قال قلت لجابر رضي الله عنه: الضبع أصيد هي؟ قال نعم قال قلت اكلها؟ قال: نعم قال: قلت أقاله رسول الله صلى الله عليه وسلم ؟ قال: نعم

তাহকীক:
তাহকীক চলমান
