ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২৬৪
জবাইয়ের নিয়মাবলি
জবাইকৃত পশুর গর্ভে বাচ্চা থাকলে তা কীভাবে জবাই করতে হবে
(২২৬৪) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গর্ভস্থ বাচ্চার জবাই তার মায়ের জবাই।**
كتاب الذبائح
عن أبي سعيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ذكاة الجنين ذكاة أمه.
হাদীস নং: ২২৬৫
জবাইয়ের নিয়মাবলি
জবাইকৃত পশুর গর্ভে বাচ্চা থাকলে তা কীভাবে জবাই করতে হবে
(২২৬৫) ইবন উমার রা. বলেন, যখন কোনো উট জবাই করা হবে, তখন তার জবাইয়েই তার পেটের বাচ্চার জবাই হয়ে যাবে, যদি সেই বাচ্চার আকৃতি পূর্ণতা পায় এবং দেহে পশম গজায়। যখন এরূপ বাচ্চা মায়ের পেট থেকে বের হবে তখন তাকে জবাই করা হবে, যেন তার ভেতর থেকে রক্ত বের হয়ে যায়।
كتاب الذبائح
عن ابن عمر رضي الله عنهما موقوفاً: إذا نحرت الناقة فذكاة ما في بطنها في ذكاتها إذا كان قد تم خلقه ونبت شعره فإذا خرج من بطن أمه ذبح حتى يخرج الدم من جوفه
tahqiq

তাহকীক: