ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৫৭
কী দিয়ে জবাই করা বৈধ
(২২৫৭) রাফি' ইবন খাদীজ রা. বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলাম। এ সময়ে একটি উট পালিয়ে যায়। একব্যক্তি একটি তীর নিক্ষেপ করে উটটিকে আটক করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এ সকল গৃহপালিত পশুও কখনো কখনো বন্য পশুর মতো ক্ষিপ্ত ও অবাধ্য হয়ে ওঠে। এভাবে কোনো পশু যদি তোমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তোমরা তার সাথে এরূপ করবে (এভাবে তীর বা অনুরূপ কিছু দ্বারা তার দেহের যে কোনো স্থানে আঘাত করে রক্তপাত করতে পারলেই তা ভক্ষণ করা বৈধ হবে) । রাফি' ইবন খাদীজ বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, অনেক সময় আমরা যুদ্ধে এবং সফরে থাকা অবস্থায় পশু জবাই করার ইচ্ছা করি, কিন্তু আমাদের সাথে ছুরি থাকে না। তিনি বলেন, দ্রুততার সাথে জবাই শেষ করবে । রক্ত প্রবাহিত করে এরূপ যে কোনো বস্তু দিয়ে জবাই করা হলে এবং আল্লাহর নাম নেওয়া হলে তা ভক্ষণ করবে, তবে দাঁত ও নখ দ্বারা জবাই করা যাবে না; কারণ দাঁত হল হাড় এবং নখ হল আফ্রিকার বর্বরদের ছুরি।
عن رافع بن خدیج رضي الله عنه قال: كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فند بعير من الإبل قال: فرماه رجل بسهم فحبسه قال ثم قال: إن لها أوابد كأوابد الوحش فما غلبكم منها فاصنعوا به هكذا قال: قلت: يا رسول الله إنا تكون في المغازي والأسفار فنريد أن نذبح فلا تكون مدى قال: أرن ما نهر أو أنهر الدم وذكر اسم الله فكل غير السن والظفر فإن السن عظم والظفر مدى الحبشة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৫৮
কী দিয়ে জবাই করা বৈধ
(২২৫৮) হুজাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কণ্ঠনালীর শিরাগুলো কাটতে বা বিচ্ছিন্ন করতে পারে এমন যে কোনো দ্রব দিয়ে জবাই করতে পারবে, তবে দাঁত ও নখ দিয়ে জবাই করা যাবে না।
عن حذيفة رضي الله عنه مرفوعا: إذبحوا بكل شيء فرى الأوداج ما خلا السن والظفر.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৫৯
কী দিয়ে জবাই করা বৈধ
(২২৫৯) কা'ব ইবন মালিক রা. বলেন, একজন মহিলা পাথর দিয়ে একটি ছাগি জবাই করেন। রাসূলুল্লাহ (ﷺ) কে সে বিষয়ে প্রশ্ন করা হয়। তখন তিনি সেই ছাগির গোশত ভক্ষণ করার নির্দেশ প্রদান করেন।
عن كعب بن مالك رضي الله عنه: أن امرأة ذبحت شاة فسئل النبي صلى الله عليه وسلم عن ذلك فأمر بأكلها.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২২৬০
কী দিয়ে জবাই করা বৈধ
(২২৬০) আবু উমামা রা. থেকে বর্ণিত। উপরের ঘটনার অনুরূপ একটি ঘটনা বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যা কিছু কণ্ঠনালীর শিরাগুলো কাটতে বা বিচ্ছিন্ন করতে পারে, এরূপ সকল কিছু দিয়েই জবাই করা চলবে, তবে দাঁতের কামড় বা নখের আঁচড় দিয়ে জবাই করা বৈধ নয় ।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: كل ما فرى الأوداج ما لم يكن مرضي (قرض) سن او حد (حز) ظفر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২২৬১
কী দিয়ে জবাই করা বৈধ
(২২৬১) আদি ইবন হাতিম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার যা দিয়ে ইচ্ছা তা দিয়ে রক্ত প্রবাহিত করো (জবাই করো) এবং আল্লাহর নাম স্মরণ করো।
عن عدي بن حاتم الطائي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أمرر الدم بما شئت واذكر اسم الله.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান