ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২৯. জবরদস্তি, নিষেধাজ্ঞা, অনুমতি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২২১
ক্রীতদাসের দাওয়াত কবুল করা
(২২২১) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ক্রীতদাসের দাওয়াতও কবুল করতেন।
عن أنس بن مالك رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يجيب دعوة المملوك.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২২২২
ক্রীতদাসের দাওয়াত কবুল করা
(২২২২) বুরাইদা রা. বলেন, সালমান ফারসি রা. ক্রীতদাস থাকা অবস্থায় যে হাদিয়া বা উপহার রাসূলুল্লাহ (ﷺ) কে প্রদান করেন তা রাসূলুল্লাহ (ﷺ) গ্রহণ করেছিলেন।
عن بريدة رضي الله عنه أنه صلى الله عليه وسلم قبل هدية سلمان رضي الله عنه حين كان عبدا.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২২২৩
ক্রীতদাসের দাওয়াত কবুল করা
(২২২৩) আনাস রা. বলেন, বারীরাহ রা., যিনি একজন মুক্তিচুক্তিতে আব্দ্ধ ক্রীতদাসী ছিলেন, নবী (ﷺ) কে কিছু গোশত হাদিয়া প্রদান করেন। এই গোশত বারীরাহ রা.কে সাদকা বা যাকাত হিসেবে প্রদান করা হয়েছিল । রাসূলুল্লাহ (ﷺ) তা গ্রহণ করে বলেন, তা বারীরাহর জন্য সাদকা আর আমাদের জন্য হাদিয়া।
عن أنس رضي الله عنه قال: أهدت بريرة رضي الله عنها إلى النبي صلى الله عليه وسلم لحما تصدق به عليها فقال: هو لها صدقة ولنا هدية.

তাহকীক:
তাহকীক চলমান
