ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৯৭
রক্তমোক্ষণ/অস্ত্রোপচারের পারিশ্রমিক
(২১৯৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রক্তমোক্ষণ করান এবং যে ব্যক্তি তাঁর রক্তমোক্ষণ করে তাকে তিনি পারিশ্রমিক প্রদান করেন। যদি তা হারাম হত তবে তিনি তাকে তা প্রদান করতেন না।
عن ابن عباس رضي الله عنهما قال: احتجم النّبي صلى الله عليه وسلم وأعطى الذي حجمه ولو كان حراما لم يعطه (فأعطاه النّبي صلى الله عليه وسلم أجره)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান