ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১৯৫
ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়
শ্রমিকের পারিশ্রমিক দ্রুত পরিশোধ করা
(২১৯৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর আগেই প্রদান করবে।
كتاب الإجارة
عن ابن عمر رضي الله عنه مرفوعا: أعطوا الأجير أجره قبل أن يجف عرقه.
tahqiq

তাহকীক: