ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৫৫
অন্যের ক্রীতদাসীকে স্বাধীন নারী ভেবে বিবাহ করা
(২১৫৫) তাবিয়ি সুলাইমান ইবন ইয়াসার বলেন, এক ক্রীতদাসী এক এলাকায় এসে তথাকার মানুষদেরকে প্রতারিত করে এবং সে দাবী করে যে, সে একজন স্বাধীন মহিলা । তখন তথাকার একব্যক্তি তাকে বিবাহ করে এবং ওই মহিলার গর্ভে তার কয়েকজন সন্তান জন্মলাভ করে। এরপর তারা জানতে পারলেন যে, মহিলাটি এক ব্যক্তির ক্রীতদাসী। তখন উমার রা. রায় প্রদান করেন যে, মহিলাটির সন্তানদের ক্ষেত্রে প্রত্যেক সন্তানের জন্য একটি ক্রীতদাস প্রদান করতে হবে।
عن سليمان بن يسار أن أمة أتت قوما فغرتهم وزعمت أنها حرة فتزوجها رجل فولدت له أولادا فوجدوها أمة فقضى عمر رضي الله عنه بقيمة أولادها في كل مغرور غزة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান