ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২০. সাক্ষ্য-শুনানির বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৩১
ইয়াহুদি-খ্রিস্টানদের সাক্ষ্য
(২১৩১) তাবিয়ি ইবন সীরীন বলেন, ( বাহরাইনের গভর্নর) কুদামা ইবন মাযউনের বিরুদ্ধে আলকামা নামক একজন খোজা দাসের সাক্ষ্য উমার রা. গ্রহণ করেন।
عن ابن سيرين أن عمر رضي الله عنه أجاز شهادة علقمة الخصي على ابن مظعون

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২১৩২
ইয়াহুদি-খ্রিস্টানদের সাক্ষ্য
(২১৩২) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, আহলে কিতাব বা ইয়াহুদি-খ্রিস্টানদের পরস্পরের মধ্যকার সাক্ষ্য রাসূলুল্লাহ (ﷺ) গ্রহণ করেছেন।
عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم: أجاز شهادة أهل الكتاب بعضهم على بعض

তাহকীক:
তাহকীক চলমান