ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২০. সাক্ষ্য-শুনানির বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১২৫
বাহ্যিকভাবে যতটুকু বোঝা যায় তার ভিত্তিতেই সাক্ষীদের মূল্যায়ন করতে হবে
(২১২৫) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে কোনো কোনো মানুষকে ওহির ভিত্তিতে গ্রহণ করা হত (শাস্তি বা পুরস্কার প্রদান করা হত)। ওহি বন্ধ হয়ে গিয়েছে। এখন তোমাদের কর্মের মধ্য থেকে যা আমাদের নিকট প্রকাশিত হবে তার ভিত্তিতেই আমরা তোমাদেরকে গ্রহণ করব।
عن عمر بن الخطاب رضي الله عنه يقول: إن أناسا كانوا يؤخذون بالوحي في عهد رسول الله صلى الله عليه وسلم وإن الوحي قد انقطع وإنما نأخذكم الآن بما ظهر لنا من أعمالكم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা