ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২০. সাক্ষ্য-শুনানির বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১২২
সাক্ষী কখন সাক্ষ্য প্রদান করবে
(২১২২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে ইবন আব্বাস, যে বিষয় তোমার কাছে এই সূর্যের মতো আলোকিত উদ্ভাসিত হয়েছে সেই বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে তুমি সাক্ষ্য প্রদান করবে না, একথা বলে তিনি তাঁর হস্ত দিয়ে সূর্যের দিকে ইশারা করেন।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: قال: يا ابن عباس لا تشهد إلا على ما يضيء لك كضياء هذا الشمس وأوماً رسول الله صلى الله عليه وسلم بيده إلى الشمس

তাহকীক:
তাহকীক চলমান