ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১২০
না জানা বিষয়ে ফাতওয়া প্রদান না করা এবং জানা বিষয় গোপন না করা
(২১২০) আইয়ুব রা. বলেন, কাসিমকে প্রশ্ন করা হলে জবাবে আমি তাকে বলতে শুনেছি, শপথ আল্লাহর, নিশ্চয় তোমরা যা জানতে চাও আমরা তার সবকিছু জানি না। জানলে আমরা তা তোমাদের কাছে গোপন করতাম না। আর আমাদের জন্য বৈধ নয় তোমাদের কাছে গোপন করা।
عن أيوب رضي الله عنه قال: سمعت القاسم سئل قال: إنّا والله ما تعلم كل ما تسألون عنه ولو علمنا ما كتمناكم ولا حل لنا أن تكتمكم

তাহকীক:
তাহকীক চলমান