ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২০৯২
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
জীবন ও সম্পদের ক্ষেত্রে যামিন (guarantor) হওয়ার বৈধতা
(২০৯২) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিনিময় ছাড়া ব্যবহারের জন্য প্রদত্ত দ্রব্য ফেরত দিতে হবে, ফল ভক্ষণ, চাষ করা বা দুধ খাওয়ার জন্য প্রদত্ত ভূমি, বৃক্ষ বা পশু ফেরত দিতে হবে, ঋণ পরিশোধ করতে হবে এবং যামিনদারকে যামানত আদায় করতে হবে।
كتاب البيوع
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: العارية مؤداة والمنحة مردودة والدين مقضي والزعيم غارم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০৯৩
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
জীবন ও সম্পদের ক্ষেত্রে যামিন (guarantor) হওয়ার বৈধতা
(২০৯৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট কোনো ঋণগ্রস্ত মৃতব্যক্তিকে আনয়ন করা হলে তিনি প্রশ্ন করতেন, সে কি তার ঋণ পরিশোধের মতো কোনো সম্পদ রেখে গিয়েছে? যদি বলা হত যে, সে তার ঋণ পরিশোধের ব্যবস্থা রেখে গিয়েছে তবে তিনি তার জানাযার সালাত আদায় করতেন। তা না-হলে তিনি মুসলিমদেরকে বলতেন, তোমরা তোমাদের সাথির জানাযার সালাত আদায় করো। এরপর যখন আল্লাহ তাআলা তাকে বিজয় দান করলেন, তখন তিনি বললেন, আমি মুমিনগণের নিজেদের চেয়েও বেশী নিকটবর্তী (মুমিনগণের নিজেদের প্রতি নিজেদের যতটুকু দায়িত্ব, তাদের প্রতি আমার দায়িত্ব তার চেয়েও বেশী)। যদি কোনো মুমিন মৃত্যুর সময় ঋণ রেখে যায় তবে সে ঋণ পরিশোধের দায়িত্ব আমার । আর যদি সে সম্পদ রেখে যায় তবে সেই সম্পদ তার উত্তরাধিকারীগণের জন্য ।
كتاب البيوع
عن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم كان يؤتى بالرجل المتوفى عليه الدين فيسأل: هل ترك لدينه من قضاء (فضلا)؟ فإن حدث أنه ترك لدينه وفاء صلى وإلا قال للمسلمين: صلوا على صاحبكم فلما فتح الله عليه الفتوح قال: أنا أولى بالمؤمنين من أنفسهم فمن توفي من المؤمنين فترك دينا فعلي قضاؤه ومن ترك مالا فلورثته
tahqiq

তাহকীক: