ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০৭৯
অগ্রিম ক্রয়ের ক্ষেত্রে পরিমাপ, ওযন ও সময় নির্ধারণ
(২০৭৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মদীনায় আগমন করলেন তখন মদীনাবাসীগণ খেজুরের জন্য একবছর বা দুইবছর মেয়াদে অগ্রিম মূল্য প্রদান করে ক্রয়বিক্রয় করতেন। তখন তিনি বললেন, যদি কেউ অগ্রিম মূল্য প্রদান করে খেজুর ক্রয় করে তবে সে যেন পরিমাপ নির্ধারণ করে, ওযন নির্ধারণ করে এবং পণ্য প্রদান ও গ্রহণের সময় নির্ধারণ করে অগ্রিম মূল্য প্রদান করে।
عن ابن عباس رضي الله عنه قال: قدم النبي صلى الله عليه وسلم المدينة وهم يسلفون في الثمار السنة والسنتين فقال: من أسلف في تمر فليسلف في كيل معلوم ووزن معلوم إلى أجل معلوم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান