ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০৫৯
ত্রুটির এখতিয়ার বা ত্রুটির কারণে পণ্য ফেরতের অধিকার
(২০৫৯) আয়িশা রা. বলেন, একব্যক্তি একটি ক্রীতদাস ক্রয় করে। আল্লাহ যতদিন ইচ্ছা করলেন ততদিন ক্রীতদাসটি তার নিকট থাকল । এরপর সে ক্রীতদাসটির কিছু ত্রুটি দেখতে পেল। তখন সে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বিচার দাবি করে। ফলে তিনি দাসটি বিক্রেতাকে ফেরত দেন। বিক্রেতা বলে, হে আল্লাহর রাসূল, ক্রেতা আমার দাসটিকে ব্যবহার করে অর্থ উপার্জন করেছে । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, উৎপাদন আর্থিক-দায়ভারের বিনিময়ে (অর্থাৎ পণ্য যার আর্থিক দায়িত্বে থাকবে, পণ্যের উৎপাদন তিনিই লাভ করবেন। দাসটি বিক্রেতার নিকট ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ক্রেতার আর্থিক দায়ভারের মধ্যে ছিল তার মৃত্যু হলে বা কোনো ক্ষতি হলে তার জন্য বিক্রেতাকে কোনো ক্ষতিপূরণ দিতে হত না; বরং ক্রেতারই আর্থিক ক্ষতি হত । এজন্য এই সময়ে তার দ্বারা উপার্জিত অর্থ ক্রেতাই লাভ করবে)।
عن عائشة رضي الله عنها أن رجلا ابتاع غلاما فأقام عنده ما شاء الله أن يقيم ثم وجد به عيبا فخاصمه إلى النبي صلى الله عليه وسلم فرده عليه فقال الرجل: يا رسول الله قد استغل غلامي فقال رسول الله صلى الله عليه وسلم: الخراج بالضمان.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান