ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০৩৬
ভাতা পাওয়া পর্যন্ত, ফসল মাড়াই পর্যন্ত বা ফসল ছাড়ানো পর্যন্ত বিক্রয়ের নিষেধাজ্ঞা
(২০৩৬) ইবন আব্বাস রা. বলেন, তোমরা বার্ষিক ভাতা পাওয়ার সময় পর্যন্ত, অথবা ফসল মাড়াই করা পর্যন্ত বা দানা থেকে ফসল ছাড়ানো পর্যন্ত সময় নির্ধারণ করে বিক্রয় করবে না। (ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে পণ্য গ্রহণ এবং মূল্য গ্রহণ উভয়ের সময়কাল সুনির্ধারিত হতে হবে। অস্পষ্ট বা আগে পিছে হতে পারে এমন কোনো সময়ে মূল্য বা পণ্য প্রদানের চুক্তিতে বেচাকেনা করা যাবে না) ।
عن ابن عباس رضي الله عنهما أنه قال: لا تبيعوا إلى العطاء ولا إلى الأندر ولا إلى الدياس.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান