ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০২২
শিষের মধ্যে অবস্থিত শস্য বিক্রয়, অপরিপক্ক ফল-ফসল বিক্রয়, স্পর্শ করে বিক্রয়, ছুড়ে ফেলে বিক্রয়, গাছের কাঁচা খেজুরের বিনিময়ে পাকা খেজুর বিক্রয় থেকে, বিক্রয় চুক্তি থেকে অজ্ঞাত বা অনির্ধারিত কিছু বাদ দেওয়ার নিষেধাজ্ঞা
(২০২২) আনাস রা. বলেন, (জাহিলি যুগে প্রচলিত) নিম্ন পদ্ধতির ক্রয়-বিক্রয়গুলো রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন: ১. শিষের মধ্যে অবস্থিত শস্য অন্য শস্যের বিনিময়ে বিক্রয় করা (ক্ষেতে ফসলের শিষের মধ্যে কী পরিমাণ শস্য রয়েছে তা আন্দাজ করে নির্ধারিত পরিমাণ শস্যের বিনিময়ে তা বিক্রয় করা), ২. অপুষ্ট বা অপরিপক্ক ফল-ফসল বিক্রয় করা, ৩. স্পর্শ করার মাধ্যমে বিক্রয় করা (ক্রেতা-বিক্রেতা কোনো পণ্য দামদর করবেন, এরপর ক্রেতা পণ্য স্পর্শ করলেই চুক্তি চূড়ান্ত বলে গণ্য হবে এবং উভয়ের কেউই আর চুক্তি ভঙ্গ করতে পারবেন না বা কোনো ত্রুটি থাকলেও পণ্য ফেরত দিতে পারবেন না), ৪. ছুড়ে ফেলে বিক্রয় করতে (ক্রেতা বিক্রেতা তাদের পণ্য ও মূল্য অপরের কাছে ছুড়ে দেবেন এবং এতেই ক্রয়চুক্তি চূড়ান্ত হবে, পণ্য বা মূল্য ত্রুটিমুক্ত কি না তা দেখার বা বিবেচনার কোনো এখতিয়ার থাকবে না) এবং ৫. খুরমা বা খেজুরের বিনিময়ে গাছের কাঁচা খেজুরের বিক্রয় করা (গাছের কাঁদিতে কী পরিমাণ খেজুর আছে তা আন্দাজ করে, সেই পরিমাণ খুরমা বা খেজুর দিয়ে তা ক্রয় করা)।
عن أنس بن مالك رضي الله عنه أنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن المحاقلة والمخاضرة والملامسة والمنابذة والمزابنة.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০২৩
শিষের মধ্যে অবস্থিত শস্য বিক্রয়, অপরিপক্ক ফল-ফসল বিক্রয়, স্পর্শ করে বিক্রয়, ছুড়ে ফেলে বিক্রয়, গাছের কাঁচা খেজুরের বিনিময়ে পাকা খেজুর বিক্রয় থেকে, বিক্রয় চুক্তি থেকে অজ্ঞাত বা অনির্ধারিত কিছু বাদ দেওয়ার নিষেধাজ্ঞা
(২০২৩) জাবির রা. এই অর্থে একটি হাদীস বর্ণনা করেছেন হাদীসটিতে অতিরিক্ত বলা হয়েছে: ‘এবং তিনি নিষেধ করেছেন যে, বিক্রয় চুক্তিতে পণ্য বা মূল্যের কোনো কিছু বাদ দেওয়ার চুক্তি করবে না, তবে যদি তা তোমার পরিজ্ঞাত থাকে তবে ভিন্ন কথা' (ক্রয়-বিক্রয়ের সময় অনির্ধারিতভাবে ‘কিছু কম দেব', ‘কিছু বাদ দেব' এইরূপ কথা বলা নিষেধ করেছেন)।
عن جابر رضي الله عنه مرفوعا نحوه وزاد فيه: والثنيا إلا أن تعلم

তাহকীক:
তাহকীক চলমান