ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০০৩
কল্যাণ-বিচ্যুত ও অসত্যপরায়ণ ব্যবসায়ীর নিন্দা
(২০০৩) রাফি' ইবন খাদীজ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ব্যবসায়ীগণ কিয়ামতের দিন পাপী হিসেবে পুনরুত্থিত হবে, তবে যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করবেন, কল্যাণ করবেন এবং সত্য বলবেন তিনি নন।
عن رافع بن خديج رضي الله عنه مرفوعا: التجار يبعثون يوم القيامة فجارا إلا من اتقى الله وبر وصدق
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান