ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২০০০
কল্যাণময়-পূণ্যময় ব্যবসায়ের মর্যাদা
(২০০০) রাফি' ইবন খাদীজ রা. বলেন, বলা হল, হে আল্লাহর রাসূল, সবচেয়ে পবিত্রতর উপার্জন কোনটি? তিনি বলেন, মানুষের নিজের হাতের কর্ম এবং সকল কল্যাণময় (পাপমুক্ত) ক্রয়-বিক্রয় (ব্যবসা)।
عن رافع بن خديج رضي الله عنه قال: قيل: يا رسول الله أي الكسب أطيب؟ قال: عمل الرجل بيده وكل بيع مبرور
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান