ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৭. ওয়াকফ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৯৮
সন্তানদের জন্য ওয়াকফ করা
(১৯৯৮) মিকদাম ইবন মা'দিকারিব রা, বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষ নিজের হাতে শ্রম করে যা উপার্জন করে এর চেয়ে পবিত্রতর উপার্জন আর কিছুই হতে পারে না। আর মানুষ নিজের জন্য, নিজের স্ত্রী পরিজন, সন্তান-সন্ততি ও চাকর-বাকরের জন্য যা ব্যয় করে তা সবই সাদকা বা দান বলে গণ্য।
عن المقدام بن معد يكرب رضي الله عنه مرفوعا: ما كسب الرجل كسبا أطيب من عمل يده وما أنفق الرجل على نفسه وأهله وولده وخادمه فهو صدقة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৯৯৯
সন্তানদের জন্য ওয়াকফ করা
(১৯৯৯) উসমান ইবন আরকাম থেকে বর্ণিত, আমি ইসলামের সপ্তম ব্যক্তির সন্তান। আমার পিতা (আরকাম ইবন আবুল আরকাম) ছিলেন ইসলাম গ্রহণকারী সপ্তম ব্যক্তি। তার বাড়ি ছিল সাফা পাহাড়ের উপরে। ইসলামের দাওয়াত শুরু করার পরে রাসূলুল্লাহ (ﷺ) এই বাড়িতেই অবস্থান করতেন এখানেই তিনি মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দিতেন। এই বাড়ির মধ্যে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেন, যাদের মধ্যে রয়েছেন উমার রা.। আরকাম ইবন আবুল আরকাম রা. এই বাড়িটি তার সন্তান-সন্ততি ও বংশধরদের জন্য ওয়াকফ করে দেন। পরবর্তী রাবী বলেন, আমি আরকাম রারে এই বাড়ির ওয়াকফনামার কপিটি পাঠ করেছি। তা নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রাহীম। আরকাম সাফার উপর অবস্থিত তার বাড়িটির বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেন। বাড়িটি হারামের মধ্যে তার নিজ স্থানে দান বলে গণ্য হবে । তা বিক্রয় করা যাবে না এবং উত্তরাধিকারসূত্রে বণ্টন হবে না। এর সাক্ষী থাকলেন হিশাম ইবনুল আস এবং হিশাম ইবনুল আসের অমুক আযাদকৃত দাস। রাবী বলেন, বাড়িটি এভাবে দান (ওয়াকফ) হিসেবে নিজ স্থানে প্রতিষ্ঠিত থাকে । এই বাড়িতে তার বংশধরেরা বসবাস করতেন, বাড়ি ভাড়া দিতেন এবং বাড়ির ভাড়া গ্রহণ করতেন। এভাবে (দ্বিতীয় আব্বাসি খলীফা) আবু জা'ফর মানসুরের সময় (১৩৬-১৫৮ হি.) পর্যন্ত বাড়িটি এই অবস্থাতেই ছিল।...
عن عثمان بن الأرقم أنه كان يقول: أنا ابن سبع الإسلام أسلم أبي سابع سبعة وكانت داره على الصفا وهي الدار التي كان النبي صلى الله عليه وسلم يكون فيها في الإسلام وفيها دعا الناس إلى الإسلام فأسلم فيها قوم كثير منهم عمر وتصدق بها الأرقم على ولده فقرأت نسخة صدقة الأرقم بداره: بسم الله الرحمن الرحيم هذا ما قضى الأرقم في ربعه ما حاز الصفا أنها صدقة بمكانها من الحرم لا تباع ولا تورث شهد هشام بن العاص وفلان مولى هشام بن العاص قال: فلم تزل هذه الدار صدقة قائمة فيها ولده يسكنون ويؤاجرون ويأخذون عليها حتى كان زمن أبي جعفر... الحديث
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা