ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৭. ওয়াকফ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৯৬
ওয়াকফ কীরূপ হবে
(১৯৯৬) ইবন উমার রা. বলেন, উমার রা. খাইবারে কিছু জমি লাভ করেন তিনি তখন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, আমি কিছু জমি পেয়েছি, ইতোপূর্বে এরচেয়ে ভালো জমি আর কখনোই আমি পাই নি। এই জমির বিষয়ে আপনি আমাকে কী করতে নির্দেশ দিচ্ছেন? তিনি বলেন, তুমি ইচ্ছা করলে এর মূল সম্পত্তি হস্তান্তর অযোগ্য রেখে দান করে দিতে পার (জমিটি ওয়াকফ করতে পার)। তখন উমার রা. উক্ত জমি এভাবে ওয়াকফ করলেন যে, এই জমি বিক্রয় করা যাবে না, দান করা যাবে না এবং উত্তরাধিকারসূত্রে বণ্টন হবে না, এর উৎপাদন দরিদ্র, আত্মীয়, দাসমুক্তি, আল্লাহর রাস্তায়, মেহমান ও মুসাফিরদের জন্য ব্যয় করা হবে। যে ব্যক্তি এর মুতাওয়াল্লি হবে সে এর উৎপাদন থেকে স্বাভাবিকভাবে ভক্ষণ করতে পারবে এবং বন্ধু-বান্ধবদেরকে খাওয়াতে পারবে, তবে সে তা থেকে সঞ্চয় করতে পারবে না।
عن ابن عمر رضي الله عنهما قال: أصاب عمر رضي الله عنه بخيبر أرضا فأتى النبي صلى الله عليه وسلم فقال: أصبت أرضا لم أصب مالا قط أنفس منه فكيف تأمرني به؟ قال: إن شئت حبست أصلها وتصدقت بها فتصدق عمر أنه لا يباع أصلها ولا يوهب ولا يورث في الفقراء والقربى والرقاب وفي سبيل الله والضيف وابن السبيل لا جناح على من وليها أن يأكل منها بالمعروف أو يطعم صديقا غير متمول فيه... تصدق بأصله لا يباع ولا يوهب ولا يورث ولكن ينفق تمرة

তাহকীক:
তাহকীক চলমান