ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৭. ওয়াকফ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৯৯৪
ওয়াকফ অধ্যায়
পরিচ্ছেদঃ স্থায়ী প্রবহমান দানের মর্যাদা
(১৯৯৪) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার কর্ম থেমে যায়। শুধু তিনটি কর্ম অব্যাহত থাকে: প্রবহমান দান (সাদকায়ে জারিয়া), উপকারী জ্ঞান ও নেককার সন্তান যে তার জন্য প্রার্থনা করে।
كتاب الوقف
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له
তাহকীক: