ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৮৪
যার জন্য যাকাত-সাদকা ভক্ষণ বৈধ নয়, তার জন্য যাকাতের মাল হতে পারে এমন খাদ্য পথ থেকে কুড়িয়ে খাওয়া বৈধ নয়
(১৯৮৪) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রাস্তায় পতিত একটি খেজুরের পার্শ্ব দিয়ে গমন করেন। তখন তিনি বলেন, এই খেজুরটি যাকাতের খেজুর হওয়ার সম্ভাবনা না থাকলে আমি খেজুরটি খেতাম।
عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم مر بتمرة بالطريق فقال: لولا أن تكون من الصدقة لأكلتها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা