ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৭৪
রাসূলুল্লাহ (ﷺ) কে যে গালি দেবে তাকে হত্যা করা হবে, সে পুরুষ অথবা নারী হোক। ধর্মত্যাগীকে হত্যা করলে শাস্তি হবে না
(১৯৭৪) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, একজন অন্ধ ব্যক্তির একজন ক্রীতদাসী স্ত্রী ছিল, যে রাসূলুল্লাহ (ﷺ) কে গালি দিত এবং তাঁর নিন্দা-কুৎসা করত । উক্ত অন্ধ ব্যক্তি স্ত্রীলোকটি নিষেধ করতেন, কিন্তু সে তার অপকর্ম থেকে বিরত হত না। তিনি তাকে ভয় দেখাতেন, কিন্তু সে নিবৃত হত না। একরাতে স্ত্রীলোকটি রাসূলুল্লাহ (ﷺ) কে গালিগালাজ করতে শুরু করে । তখন ওই অন্ধ ব্যক্তি ছোট একটি ধারাল ছুরি হাতে নিয়ে মেয়েটির পেটে ঢুকিয়ে দেয় এবং ছুরিটি চেপে ধরে রাখে। এতে মেয়েটি নিহত হয়।... যখন রাসূলুল্লাহ (ﷺ) পুরো বিষয়টি শুনতে পেলেন, তখন তিনি বললেন, তোমরা সকলে সাক্ষী থাকো, আমি এই মহিলার রক্ত মূল্যহীন-ক্ষতিপূরণবিহীন বলে ঘোষণা করলাম।
عن ابن عباس رضي الله عنهما: أن أعمى كانت له أم ولد تشتم النبي صلى الله عليه وسلم وتقع فيه فينهاها فلا تنتهي ويزجرها فلا تنزجر قال: فلما كانت ذات ليلة جعلت تقع في النبي صلى الله عليه وسلم وتشتمه فأخذ المغول فوضعه في بطنها واتكاً عليها فقتلها... فلما سمع النبي صلى الله عليه وسلم ذاك قال: ألا اشهدوا أن دمها هدر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা