ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৬৪
যে সকল প্রশাসক বা দায়িত্বশীল নাগরিকদের দাবি-দাওয়া জানানোর ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করেন তাদের নিন্দা
(১৯৬৪) আবু মারয়াম আযদি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহিমাময় আল্লাহ যদি কাউকে মুসলিমদের কোনো দায়িত্বে নিয়োজিত করেন এবং সেই ব্যক্তি তাদের প্রয়োজন, দুঃখ-কষ্ট ও অভাব-অভিযোগ জানানোর ক্ষেত্রে অসুবিধা বা আড়াল সৃষ্টি করে (দারোয়ান বা অন্য কোনো জটিলতার মাধ্যমে জনগণকে তার নিকট আসতে অসুবিধা সৃষ্টি করে) তবে আল্লাহও ওই ব্যক্তির প্রয়োজন, দুঃখ-কষ্ট ও অভাব-অভিযোগ শ্রবণ থেকে আড়াল হয়ে থাকবেন ।
عن أبي مريم الأزدي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من ولاه الله عز وجل شيئا من أمر المسلمين فاحتجب دون حاجتهم وخلتهم وفقرهم احتجب الله عنه دون حاجته وخلته وفقره
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা