ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১৩. রাষ্ট্র ও প্রশাসন - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৯৬০
নেতৃত্ব বা দায়িত্ব লাভের আগ্রহ বা লোভ নিন্দনীয়
(১৯৬০) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অচিরেই তোমরা নেতৃত্ব ও দায়িত্বের লোভ করবে এবং কিয়ামতের দিন তা অনুতাপ ও অনুশোচনার কারণ হবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إنكم ستحرصون على الإمارة وستكون ندامة يوم القيامة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৯৬১
নেতৃত্ব বা দায়িত্ব লাভের আগ্রহ বা লোভ নিন্দনীয়
(১৯৬১) আবু যার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, হে আবু যার, আমি দেখছি যে, তুমি দুর্বল... তুমি কখনোই দুইজনের উপরে দায়িত্ব গ্রহণ করবে না এবং কখনোই তুমি এতীমের সম্পদের দায়িত্ব গ্রহণ করবে না। অন্য বর্ণনায়, আবু যার রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে কোনো দায়িত্বে নিয়োজিত করবেন না? তিনি তখন তাঁর হাত দিয়ে আমার কাঁধে আঘাত করলেন, অতঃপর বললেন, হে আবু যার, তুমি দুর্বল। আর এই দায়িত্ব বা নেতৃত্ব একটি আমানত এবং কিয়ামতের দিন তা লাঞ্ছনা ও অনুশোচনার কারণ হবে । ব্যতিক্রম শুধু সেই ব্যক্তি, যে এই দায়িত্ব পরিপূর্ণ বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সাথে গ্রহণ করবে এবং এ বিষয়ে তার উপর অর্পিত সকল দায়িত্ব পুরোপুরি পালন করবে।
عن أبي ذر رضي الله عنه مرفوعا: يا أبا ذر إني أراك ضعيفا... لا تأمرن على اثنين ولا تولين مال يتيم. وفي لفظ: قال قلت يا رسول الله ألا تستعملني قال فضرب بيده على منكبي ثم قال يا أبا ذر إنك ضعيف وإنها أمانة وإنها يوم القيامة خزي وندامة إلا من أخذها بحقها وأدى الذي عليه فيها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা